তিলোত্তমার হারানো সুর

শ্রী শ্রী রাধা মদন মোহন মন্দির বেলিয়াঘlটা 

পুরনো মন্দিরের খোজে আমি বরাবরই একটু বেশি আগ্রহী সেই মত একদিন জানতে পারলাম আমার এক দিদির কাছ থেকে আমাদের এলাকায়ই এক পুরনো রাধা মাধব এর মন্দির আছে। যেই না শোনা ওমনি বেরিয়ে পড়লাম সেই গলির খানাখন্দে পর্যবেক্ষণে । অবশেষে বিকেল বিকেল নাগাদ গিয়ে হাজির হলাম মন্দিরটির তখন সংস্কার চলছিল। 
খুবই আপ্লুত হয়েছিলাম
কালো কষ্টি পাথরের কালাচাঁদ এবং খুবই মিষ্টি রাধারাণী, নারায়ণ শীলা এবং গোপাল সুউচ্চ সিংহাসনে বসে আছেন।
তেনারা রোজই পূজিত হন। ।
এবার আসি ওই মন্দিয়ের সংক্ষিপ্ত ইতিহাসে, উড়িয়া বাগান অঞ্চলের
করণ পরিবারের আরাধ্য দেবতা আনুমানিক ১৫০-২০০
পুরনো। পেশায় সেই পরিবারের সদস্যরা একসময়ে ধীবর ছিলেন। এই যুগল মূর্তি নাকি স্বপ্নাদেশ পাওয়া। মাছ ধরার জাল থেকে উঠে এসেছেন কোনো এক ভোর বেলায়।
তথ্য সংগ্রহ : করণ পরিবার।
ঠিকানা : বেলিয়া।টাগামী যেকোনো বাস বা অটো ধরে উড়িয়া বাগান নেমে অতি সহজেই চলে আসা যায়। 


Comments

Post a Comment

Thankyou

Popular posts from this blog

পাইন ঠাকুর বাড়ির রাধা কান্ত জীউর ভিটে।

শ্রী শ্রী রাধা কান্ত জীউর ঠাকুর বাড়ি