পাইন ঠাকুর বাড়ির রাধা কান্ত জীউর ভিটে।

সুখচর পাইন ঠাকুর বাড়ি
 ভ্রমন কাহিনী
জানাকে জানার ইচ্ছা আমার অনেক দিনেরই যেমন আর ৫টা মানুষের থাকে
আজকের ঠিকানা ছিল সুখচর । আমার প্রায় অনেক দিনের আশা ছিল আজ তাহা পূরণ হলো। এখনকার ইতিহাস আমার বিশেষ জানা নেই।
মন্দিরটির গঙ্গা নদীর তীরে সুসজ্জিত সাদা রঙের দেওয়াল, শ্রী গরুর জীউ তোরণের মুখেই বসে আছেন। বাংলার বৈষ্ণব মন্দিরের এটিই বিশেষত্ব।
মন্দির টির ভিতর সুন্দর দালান তার উপর গর্ভগৃহ সেখানেই সুউচ্চ আসনে বসে আছেন শ্রী নারায়ণ জীউ, কষ্টি পাথরের কালাচাঁদ জীউ এবং অষ্ঠোধাতুর রাধিকা নিত্য পূজিত হচ্ছেন
ফলকে লেখা হরি নারায়ণ পাইন। 
এই মন্দিরে অনেক জনপ্রিয় সিরিয়াল এর শ্যুটিং হয়েছে। এবং সম্প্রীতি ওখানে কিছু নাটকের চিত্রায়ন চলছে।

ঠিকানা : 
🚌 BTরোড এ সুুুুখচর স্টপেজ থেকে toto করে ,
🚃 করে শোদপুর থেকে অটোতে সরাসরি যাওয়া যায়।

তথ্য :
#Social-media.
                   Thank You

Comments

Post a Comment

Thankyou

Popular posts from this blog

তিলোত্তমার হারানো সুর

শ্রী শ্রী রাধা কান্ত জীউর ঠাকুর বাড়ি